IQRA IDEAL ACADEMY (IIA)

Previous
Next

ভূমিকা:

পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ ও স্যাটেলাইট সংস্কৃতির প্রভাবে আমাদের আবহমান সামাজিক ও ধর্মীয় মূল্য বোধ আজ শোচনীয়ভাবে বিপর্যস্ত হচ্ছে। বিদেশী বিজাতীয় সংস্থা আমাদের শিক্ষাব্যবস্থার ভিত্তি মূ্লেও আঘাত হানছে। এমতাবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থার অত্যাধুনিক শাখাটিকে ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা আমরা গভীরভাবে অনুভব করেছি। এ লক্ষ্যকে সামনে রেখে এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে অধিক গুরুত্ব দিয়ে দেশে প্রচলিত, সুশৃঙ্খল ও উদার ভিত্তিক উন্নত আধুনিক শিক্ষা পদ্ধতি ক্যাডেট কলেজ সমূহ অনুসরণে “ইক্বরা আইডিয়াল একাডেমি” নামে একটি Semi English Medium Pre-Cadete ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য

যুগোপযোগী আধুনিক শিক্ষার পাশাপাশি যতটুকুন প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক তা প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করার মাধ্যমে জাতীকে এক ঝাঁক আদর্শ আলোকিত সুনাগরিক উপহার দেয়া।

IIA'র বৈশিষ্ট্যসমূহ

১। স্কুল ও মাদ্রাসা উভয়মুখি প্রত্যেক শিক্ষার্থীর (১০০%) মধ্যে নূরাণী প্রশিক্ষণ প্রাপ্ত মুয়াল্লিমের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, নামাজের জন্য আবশ্যকীয় সূরা, দু’আ মাসআ’লাসহ প্রাথমিক দ্বীনি শিক্ষা; যাহা প্রত্যেক অভিভাবক তাহার সন্তানকে শিখানো ফরজ; তাহা প্রাতিষ্ঠানিক ভাবে নিশ্চিত করা।

২। মাদ্রাসামুখি শিক্ষার্থীগণকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন তৈরির পাশাপাশি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি উপযোগি করার জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান। 

৩। স্কুলমুখি শিক্ষার্থীগণকে ক্যাডেট কলেজসমূহে ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সফলতার লক্ষ্যে অভিজ্ঞ বিষয় ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান।

৪। প্রতিটি সবল/দুর্বল/আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার শিক্ষার্থীর শিক্ষা-স্বাস্থ্য-চরিত্র এই তিনটি বিষয়ে আমূল পরিবর্তনের লক্ষ্যে সম্ভাব্য সকল ভূমিকা গ্রহণ।

৫। শিক্ষার্থীগণকে আন্তর্জাতিক যোগ্যতা সম্পন্ন করার লক্ষ্যে ক্যাডেট পদ্ধতিতে ইংরেজিতে অত্যাধিক গুরুত্বের পাশাপাশি কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা।

Principal Message

আহসান উল্লাহ

প্রিন্সিপাল

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

Education Corner

Important Link

IIA-তে ভর্তির নিয়মাবলী

  • ইক্বরা আইডিয়াল একাডেমি-তে ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীর অভিভাবককে ভর্তি পরিক্ষার পূর্বে ১০০ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে প্রতিষ্ঠানের নির্ধারিত ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি ২ কপি, জন্ম নিবন্ধন ফরমের কপি, টিকা কার্ডের ফটোকপি, ভর্তি ফরমের সাথে প্রদান আবশ্যক।
  • ভর্তির সময় শিক্ষার্থীর পিতা/অভিভাবকের সঙ্গে আসা আবশ্যক। শিক্ষার্থী যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্ববর্তী শ্রেণির বাংলা, গণিত ইংরেজির উপর ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় নির্ধারিত তারিখে সমন্বিত/ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছত্রীদের ভর্তি ফি ৫০০ টাকা ও সেশন ফি ৩৫০০ টাকা প্রদান করে যথাসময়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

History of Iqra Ideal Academy (IIA)

সুদীর্ঘ ২৭ বৎসরের অভিজ্ঞতার আলোকে পরিচালিত, দ্বীনি ও আধুনিক শিক্ষার অনন্য সমন্বয়ে গঠিত, আদর্শ আলোকিত সুনাগরিক তৈরির নির্ভরযোগ্য, যুগোপযোগী, সারা জাগানো শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা আইডিয়াল একাডেমি, অশোকতলা, কুমিল্লা।

আমাদের অর্জন সমূহ: 

  • আলহামদুলিল্লাহ ৮ মাসে হাফেজে কুরআন – শাহরান তাওহীদ শাহীর
  • ১৮ মাসে হাফেজে কুরআন – সৈয়দ মো: সাকিবুজ্জামান তাফসীর
  • এ পর্যন্ত হাফেজে কুরআন হযেছে ছেলে ৭৮জন, মেয়ে ৯ জন।
  • আমাদের হাতে গড়া হাফেজ তরিকুল ইসলাম ও আবে হায়াতসহ অনেক শিক্ষার্থী বর্তমানে মাদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে অধ্যয়নরত।
  • IIA’ এর শিক্ষার্থী তাজদীদ আহমেদ সদমান ২০১৭ সালে জিলা স্কুল ভর্তি  পরীক্ষায় মেধা তালিকায় প্রথম
Follow us on Facebook

2nd Internal Evaluation

Days
Hours
Minutes
Seconds

বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন বৃত্তি-২০২৩

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next