পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ ও স্যাটেলাইট সংস্কৃতির প্রভাবে আমাদের আবহমান সামাজিক ও ধর্মীয় মূল্য বোধ আজ শোচনীয়ভাবে বিপর্যস্ত হচ্ছে। বিদেশী বিজাতীয় সংস্থা আমাদের শিক্ষাব্যবস্থার ভিত্তি মূ্লেও আঘাত হানছে। এমতাবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থার অত্যাধুনিক শাখাটিকে ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা আমরা গভীরভাবে অনুভব করেছি। এ লক্ষ্যকে সামনে রেখে এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে অধিক গুরুত্ব দিয়ে দেশে প্রচলিত, সুশৃঙ্খল ও উদার ভিত্তিক উন্নত আধুনিক শিক্ষা পদ্ধতি ক্যাডেট কলেজ সমূহ অনুসরণে “ইক্বরা আইডিয়াল একাডেমি” নামে একটি Semi English Medium Pre-Cadete ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
যুগোপযোগী আধুনিক শিক্ষার পাশাপাশি যতটুকুন প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক তা প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করার মাধ্যমে জাতীকে এক ঝাঁক আদর্শ আলোকিত সুনাগরিক উপহার দেয়া।
১। স্কুল ও মাদ্রাসা উভয়মুখি প্রত্যেক শিক্ষার্থীর (১০০%) মধ্যে নূরাণী প্রশিক্ষণ প্রাপ্ত মুয়াল্লিমের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, নামাজের জন্য আবশ্যকীয় সূরা, দু’আ মাসআ’লাসহ প্রাথমিক দ্বীনি শিক্ষা; যাহা প্রত্যেক অভিভাবক তাহার সন্তানকে শিখানো ফরজ; তাহা প্রাতিষ্ঠানিক ভাবে নিশ্চিত করা।
২। মাদ্রাসামুখি শিক্ষার্থীগণকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন তৈরির পাশাপাশি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি উপযোগি করার জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
৩। স্কুলমুখি শিক্ষার্থীগণকে ক্যাডেট কলেজসমূহে ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সফলতার লক্ষ্যে অভিজ্ঞ বিষয় ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান।
৪। প্রতিটি সবল/দুর্বল/আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার শিক্ষার্থীর শিক্ষা-স্বাস্থ্য-চরিত্র এই তিনটি বিষয়ে আমূল পরিবর্তনের লক্ষ্যে সম্ভাব্য সকল ভূমিকা গ্রহণ।
৫। শিক্ষার্থীগণকে আন্তর্জাতিক যোগ্যতা সম্পন্ন করার লক্ষ্যে ক্যাডেট পদ্ধতিতে ইংরেজিতে অত্যাধিক গুরুত্বের পাশাপাশি কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা।
সুদীর্ঘ ২৭ বৎসরের অভিজ্ঞতার আলোকে পরিচালিত, দ্বীনি ও আধুনিক শিক্ষার অনন্য সমন্বয়ে গঠিত, আদর্শ আলোকিত সুনাগরিক তৈরির নির্ভরযোগ্য, যুগোপযোগী, সারা জাগানো শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা আইডিয়াল একাডেমি, অশোকতলা, কুমিল্লা।